সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগমুক্তি কামনায় কুবিতে দোয়া মাহফিল

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ২১ ঘন্টা আগে

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদ এবং ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, “আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু শয্যায় আছেন, ওনার সুস্থ্যতার জন্য আজকে আমরা দোয়া করবো। সত্যিকার অর্থে গণতন্ত্রের পথে যাত্রা করার জন্য এই জাতির যাকে সবচেয়ে বেশি প্রয়োজন তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সবাই মনের অন্তস্থল থেকে দোয়া করবো ওনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
ইউট্যাবের সাধারণ সম্পাদক ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন জানান, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। ওনার এই অবস্থায় সমগ্র দেশবাসীর মতো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদ ও কুবি শাখা ছাত্রদল গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। ​বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য আমরা দেশবাসী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডারের কাছে দোয়া চাই । ওনার সুস্থতা ও রোগমুক্তি কামনায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।”

ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সদস্য ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম.এম.শরিফুল করীম বলেন ‘ ”আপনারা ইতিমধ্যে জানেন, ‘গণতন্ত্রের মা’ ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আজকে আমাদের এই দোয়া মাহফিল। আজকে যারা এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন , আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের অন্তরের অন্তস্তল থেকে দোয়া করবেন যাতে দেশনেত্রী ও ‘আমাদের মা ‘ আমাদের নিকট সুস্থ হয়ে ফিরে আসেন, এবং দেশকে শান্তির পথে পরিচালিত করতে পারে ”
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিনের বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।