গতকাল বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পেশাগত দায়িত্বপালনকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস”। সেইসঙ্গে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। আজ শুক্রবার (১২ জুলাই) সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ হাসান এক যৌথ বিবৃতিতে এসব বলেন।
বিবৃতিতে জানানো হয়, ক্যাম্পাস সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রক্টরিয়াল বডির৷ তবে দুঃখজনক হলেও সত্য, প্রক্টরিয়াল বডির উপস্থিতিতেই সাংবাদিক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।
বিবৃতিতে আরো বলা হয়, গণমাধ্যমকর্মীদের সঙ্গে পুলিশের এ ধরনের আচরণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি, এতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এছাড়াও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক সংগঠনটির নেতারা।