ভারত থেকে ধেয়ে আসা পানি ও টানা বৃষ্টির কারনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী,লক্ষীপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। দেশের এই কঠিন অবস্থায় বন্যার্তদের ত্রাণ সহায়তার জন্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
আজ শনিবার সকাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ নং ফটকে শুরু হয় কার্যত্রম। যাতে অংশগ্রহণ করে এ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
গণত্রাণ কর্মসূচির অংশ হিসেবে এখানে তিনটি টেবিল বসানো হয়। এতে,একটিতে শুকনা জাতীয় খাবার সংগ্রহ আরেকটিতে নতুন ও পুরাতন কাপড় ও কোনটিতে নগদ অর্থ সংগ্রহ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দেশে এখন সংকটময় সময় চলছে। নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর অঞ্চলের মানুষেরা বন্যায় খুব বিপদের মধ্যে রয়েছে। তাদের এই বিপদে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে গিয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছি। আমরা এরই মধ্যে বেশ কিছু টাকা বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দিয়েছি।
শিক্ষার্থীরা বলেন, আজ আমরা বিশ্ববিদ্যালয়ের সবাই মিলে বন্যাদুর্গতদের গণত্রাণের ব্যবস্থা করেছি। যায় যেভাবে পাড়ছে এসে আমাদের এই এখানে সাহায্য করে যাচ্ছে। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দেশের মানুষের যেকোনো বিপদে সবসময় পাশে থাকব। আমরা শিক্ষার্থীরা দেশকে নতুন করে গড়তে চাই।