গত ২৫ জানুয়ারি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের আইন ও মানবাধিকার বিভাগের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত ক্লাবের উপদেষ্টা আজিজুন নাহার বলেন আমাদের হৃদয়ে ভালবাসা এবং সহানুভূতি নিয়ে, আমরা কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ, রমনা, টিএসসি, পান্থপথ, কলাবাগান এবং ফার্মগেট সহ বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত, অসহায়, শীতার্ত মানুষদের শীতবস্ত্র, কম্বল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছি।
তিনি আরো বলেন আমাদের উদ্যোগটি সম্ভব হয়েছে দাতাদের উদারতার মাধ্যমে। যারা নতুন এবং পুরানো উভয় পোশাক এবং সেই সাথে আর্থিক অনুদান প্রদান করেছেন। তিনি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের প্রত্যেক সদস্যকে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ‘উষ্ণতার পরশ’ প্রকল্প সাফল্যের পেছনে যারা অবদান রেখেছে তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।