শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, কুবিতে ক্লাস পরীক্ষা বন্ধ

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ১ বছর আগে

সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

মঙ্গলবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত অবস্থান দফায় দফায় কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এর ফলে শিক্ষার্থীরা মেডিকেল সেবা থেকে শুরু করে কাগজপত্র তুলাসহ নানা ধরনের ভোগান্তিতে পড়ার কথা জানান।

সর্বজনীন কর্মসূচি সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীরা জানান, আমরা ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে আন্দোলন করে যাচ্ছি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত একইভাবে আমাদের আন্দোলন চলবে। আমরা সরকারের কাছে আমাদের দাবি পুনর্ব্যক্ত করছি।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.আবু তাহের বলেন ,” প্রতিদিনই চলছে আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। সর্বজনীন প্রত্যয় স্কিম শিক্ষকদের স্বার্থের পরিপন্থী তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমনিতেই সুযোগ-সুবিধা নেই। কিন্তু প্রত্যয় স্কিম এর ফলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা আরো কমে যাবে। ফলে বিশ্ববিদ্যালয়ের যা শিক্ষক বিদেশে স্কলারশিপ এ যাচ্ছে এমনিতে তারা তেমন ফিরে আসে না। তারপর আবার যদি কিছু সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হয় তাহলে তারা মনে হয় না বিদেশ থেকে আর ফিরে আসবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আমাদের পাশের দেশ সেখানে কিন্তু শিক্ষকদের আলাদা বেতল স্কেল রয়েছে একজন কর্মকর্তা যত বেতন পায় তার দুই গুন বেশি বেতন পায় শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন আমাদের অব্যাহত আছে। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।