কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) জুলাই বিপ্লবের প্রথম শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী ম্যাচ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রত্নতত্ত্ব ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের খেলার মধ্য দিয়ে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড.মোঃ সোহরাব উদ্দিন এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল বলেন, “এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট যা জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখার একটি উদ্যোগ। সেজন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, “তোমরা আবেগ নিয়ন্ত্রণ করবা খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “আমি শহীদ আব্দুল কাইয়্যুম স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করছি। এখানে আমি সর্বোচ্চ শৃঙ্খলা কামনা করছি। এসোসিয়েট শিক্ষকদের অনুরোধ করছি আমরা সর্বোচ্চ শৃঙ্খলা মানবো আমরা অন্যদের মতো নয়; আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।”
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির তত্বাবধানে আয়োজিত মাসব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।
গত ৫ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল কাইয়ুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন। ওই দিন তিনি ঢাকার সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন। পরে সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আবদুল কাইয়ুম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।