রংপুর জেলা প্রশাসককে তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

লেখক: বেরোবি প্রতিনিধি:
প্রকাশ: ১ বছর আগে

কোটা সংস্কারের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় , সরকারি কলেজ এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে গণপদযাত্রা করেছেন । পদযাত্রা শেষে তারা রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসককে (ডিসি) নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

রোববার (১৪ জুলাই) দুপুর ১২ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেট থেকে শুরু হয়ে মর্ডাণ মোরের বটতলায় অবস্থান করেন আন্দোলনকারীরা। এতঃপর সেখানে সংক্ষিপ্ত বক্তব্য এবং স্মারকলিপি পাঠ শেষে পদযাত্রাটি বিশ্ববিদ্যালয় এসে পৌছায়। এরপর স্মারকলিপি প্রেরণ করার জন্য টাউন হলের দিকে পদযাত্রা শুরু হয় এবং সেখানে সবাই একত্রিত হওয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে পৌছায়। এসময় আন্দোলনকারীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ডিসির কাছে স্মাকলিপি দেন।

এর আগে গণপদযাত্রায় অংশ নিতে বেলা ১১টার আগে থেকেই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। গণপদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধাবীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

 

শিক্ষার্থীরা বলেন, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই।আমরা বিশ্বাস করি আমাদের যে আন্দোলন যৌক্তিক আন্দোলন।তাই আমরা তা বাস্তবায়ন করে তবেই রাজপথ ছাড়ব।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কার করতে উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্রসমাজ নিজেদের অধিকার রক্ষায় বৈষম্যমূলক ও মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পরতে বাধ্য হবে।