মুক্ত ফিলিস্তিন

লেখক: রাশেদুল ইসলাম, (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
প্রকাশ: ১ বছর আগে

ধেয়ে আসুক জালিমের বোমা হয়ে বৃষ্টি
শহীদের রক্তে হোক মহাসাগর সৃষ্টি;
জাগ্রত হও হে আইয়ুবি রণবীর
বন্দুকের নলের মুখে বলো লিল্লাহি তাকবির;
বর্ম পড় মুজাহিদ, উচু কর শির
আল আকসা উম্মাহর মুসলিম পৃথিবীর।

জালিমের রক্ত ঝরার এসেছে দিন
বিদ্ধ করো বক্ষ, মুক্ত করো ফিলিস্তিন।
তাহারা পাবে না ভয়ের সময়
গাজীরা দেখুক বিজয়,
বিশ্ব বলুক
আইয়ুবি রণবীরদের জয় আর জয়।