মহানবী( সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ সমাবেশ

লেখক: বেরোবি প্রতিনিধি:
প্রকাশ: ১ বছর আগে

সম্প্রতি ভারতীয় পুরোহিত কর্তৃক বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও তা বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বের হয়ে বৃষ্টি উপেক্ষা করে রংপুর ঢাকা মহাসড়কের প্রদক্ষিণ করে প্রধান ফটোকে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা ‘‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’,’নবীর আদবে চলব, সব জুলুমাত রুখব’, ‘আল্লাহর এ দুনিয়ায় শাতিমে রাসুলের ঠাঁই নাই’, ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’, ‘রাসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন’ ‘বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান’ ‘তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ্’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মুসলমানদের এখন জেগে উঠার সময়। নবীকে কেউ অসম্মান করলে আমরা প্রয়োজনে জীবন দিয়ে প্রতিবাদ করবো প্রত্যেকেই যেনো নিজের জীবনের চেয়ে রাসূল (সা.) এর প্রতি বেশি ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করতে পারি।

তারা আরোও বলেন, পৃথিবীর মধ্যে মহান ব্যক্তি হচ্ছেন আমাদের নবী (সাঃ)। আমাদের জীবন থেকে তাকে বেশি ভালবাসতে হবে। রাসুল (সাঃ) এর অবমাননার প্রশ্নে কোনো আপোষ নয়। বরং এ ব্যাপারে আপোষ করলে মুসলিম থাকার কোনো ইখতিয়ার নেই।

এছাড়াও সাধারন শিক্ষার্থীরা ভারতের এর মুসলমানদের প্রতি বৈষম্য নিয়ে কথা বলেন,মুসলমানদের প্রতি নির্যাতন এর জন্য তারা ক্ষোভ প্রকাশ করে এবং ভারতকে সাবধান হওয়ার আহব্বান জানায়।