শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, বাসা-বাড়িতে ভাঙচুর, হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের- উল্লাপাড়া উপজেলার সমন্বয়করা। এ সময় তারা সুবিধাবাদী এই দুর্বৃত্তদের প্রতিহত করার ঘোষণা দেন।
মঙ্গলবার সিরাজগঞ্জের হাটিকুমরুলে বিক্ষোভ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সমন্বয়করা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম তারেক বলেন, এ বিজয় ছাত্রদের বিজয়। এ বিজয় এ দেশের মেহনতী সাধারণ মানুষের বিজয়। এই বিজয় কে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল রাষ্ট্রীয় সম্পদ এবং সংখ্যালঘুদের উপরে জ্বালাও-পোড়াও ও লুটতরাজ এর মত নির্লজ্জ মূলক ধ্বংসলীলা চালাচ্ছে। আমরা এ সকল কুচক্রী মহলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা সোচ্চার। তারা যদি এই জ্বালাও পোড়াও অব্যাহত রাখে আমাদের কেন্দ্রের সমন্বয়কদের কাছে অভিযোগ করতে বাধ্য হবো।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষার্থী সমন্বয়ক মো: রাফিউল ইসলাম বলেন,বিজয় উৎসব করুন কিন্তু কারো দোকান লুটপাট, ঘরবাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ থেকে বিরত থাকুন।প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ অনুরোধ আপনাদের প্রতি।
উল্লেখ যে, ছাত্র-জনতার অভ্যুস্থানে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। যার,ফলে দেশের মধ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়।