ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজসহ ৩ প্রতিষ্ঠানের দাবিতে মানববন্ধন

লেখক: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;
প্রকাশ: ২ মাস আগে

১৪ আগষ্ট বৃহস্পতিবার শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও মিছিল করা হয়।

সানিউর রহমান এর সঞ্চালনায় ফাহিম মুনতাসির এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, তিশা রাণী পোদ্দার ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, কাজী রায়হান শাহ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে, শাহ আলম পালোয়ান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, জাহিদ হোসেন ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, তৌফিক হাসান, হোসাইন ইসলাম জয় অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল অ্যান্ড কলেজ)।

বক্তব্যে বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ ৫/৬ বছর যাবত আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। গত ০৩ আগষ্ট মাননীয় অর্থ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়াতে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ডিও পত্র পাঠিয়েছে। এতে আমরা আশায় বুক বেঁধেছি আমারা চাই এই কার্যক্রম যেন দ্রুত সময়ের মধ্যে শুরু হয়। এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ও যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয়।

কারণ বিগত সরকারের আমলেও সরকার প্রধান আমাদের আশা দিয়েছিলো, একনেক এর বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলো কিন্তু এর বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। বর্তমান ইন্টারিম সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল তাদের থেকে আমরা আশাহত হতে চাই না।

আর যদি এবারও আমরা আশাহত হয় পরবর্তীতে আমরা কঠোর থেকে কঠোর তম কর্মসূচি দিতে বাধ্য হবো।