ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা।
২৯ জুন রবিবার, বিকেল তিনটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে ও ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী সানিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা গণতান্ত্রিক সংস্কৃতিক আহ্বায়ক ঐক্যের আব্দুন নুর, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতিবিশ্বজিৎ পাল, সাংবাদিক শাহাদৎ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী মানজুরুল হাসান, ওমর ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী মেহেদী হাসান উজ্জল, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী মোজ্জামেল হক, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সাইফুল ইসলাম, সাবের হোসেন, জসিম উদ্দিন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মুস্তফা জাফরি, জেলা ছাত্রদলের কর্মী মোকাররম হোসেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করে।
এসময় বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন জনপদ।বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামসহ স্বাধীনতা পরবর্তীতে দেশের সকল উন্নয়ন ও অগ্রগতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবদান উল্লেখযোগ্য। উক্ত জেলায় অবস্থিত খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস ফিল্ড,বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সারকারখানা, আন্তর্জাতিক নদী বন্দর,আখাউড়া স্থলবন্দর,চাল উৎপাদনসহ প্রবাসী আয় দেশের অর্থনীতিকে পরিপুষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্তমান জনসংখ্যা প্রায় চৌত্রিশ লক্ষ। ভৌগলিকও বাণিজ্যিক কারণে সারাদেশের সাথে উক্ত জেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। কিন্ত স্বাধীনতার অর্ধ শতাব্দীর পরও জেলাটিতে সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থপনের ক্ষেত্রে সবসময় উপেক্ষিত হয়ে আসছে।
ভৌগোলিক অবস্থানগত কারণেই উক্ত জেলায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এর সুফল এই জেলাসহ আশেপাশের সকল জেলার সাধারণ শিক্ষাথীরাও পাবে।
এমতাবস্থায়,আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শিক্ষার্থী ও সাধারণ জনগলের পক্ষ থেকে মনে করি-ব্রাক্ষণবাড়িয়ার ঐতিহ্য,গৌরব বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রতি অবদান এর নিরিখে ব্রাহ্মণবাড়িয়া একটি বিজ্ঞান ও প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। সেই লক্ষ্যে আসন্ন বাজেট অধিবেশনে উপরিউক্ত তিনটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার ব্যাপারে জোর দাবি জনিয়েছে।