দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভূগছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী রিশাদ কবির।
বর্তমান তার কিডনি সম্পুর্ণরুপে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত কিডনি ট্রান্সপ্রান্ট ছাড়া তাকে বাচাঁনো সম্ভব নয়।তিনি বর্তমান প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ভারতে চিকিৎসার জন্য ৩৫ লক্ষ টাকার প্রয়োজন, যা এককভাবে তার পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা করা বাস্তবতায় অসম্ভব। তার যে সহপাঠীরাও সাহায্যে এগিয়ে এসেছেন। তারা ফান্ড সংগ্রহের উদ্যোগ নিয়েছেন।
তাছাড়াও তারা সবার সহযোগিতা কামনা করেন।
সাহায্য পাঠানোর ঠিকানা :
বিকাশ নং-01783009395(পার্সোনাল)
নগদ নং- 01980713186(পার্সোনাল)
আল আমিন সরকার (রিশাদের বাবা) ব্যাংক একাউন্ট 5114002109107 সোনালী ব্যাংক পিএলসি (সাদুলল্লাপুর, গাইবান্ধা)
উল্লেখ্য, রিশাদ কবির এর বাসা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায়। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের মার্কেটিং ১১ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী।