রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
১০ ডিসেম্বর মঙ্গলবার ৮ টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো,ক্যাফেটেরিয়ার কর্মচারীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেন বেরোবি ছাত্রশিবিরের সভাপতি সাধারণ সম্পাদক, অন্যান্য নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোঃ সোহেল রানা বলেন,
“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠনের নাম না এটি একটি আদর্শের নাম। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীতের প্রকোপ খুব বেশি হওয়ায় মানুষের জনজীবনে নিদারুণ প্রভাব পড়ছে । ইসলামী ছাত্রশিবির সীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে চাই। সে সাথে আমরা সমাজের বিত্তবান এবং প্রভাবশালী মানুষদের আহ্বান করছি আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শীতের এই নিদারুণ কষ্ট লাঘবে ভূমিকা পালন করুন।”