বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪।
১৬ ডিসেম্বর সকাল ৯ টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় র্যালি। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী সহ বিশ্ববিদ্যালয় পরিবার।
এরপর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বিজয় দিবস নিয়ে আলোচনা করা হয়। হয় ক্রীড়া অনুষ্ঠান যেখানে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীসহ অংশগ্রহণ করে।
তাছাড়াও সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।