বিজয়ের প্রথম প্রহরে বেরোবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

লেখক: বেরোবি প্রতিনিধি:
প্রকাশ: ১০ মাস আগে
Oplus_131072

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন উপাচার্য।
সোমবার ১৬ ডিসেম্বর বিজয়ের ১ম প্রহরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে উপাচার্য, রেজিস্ট্রার প্রক্টর কমর্কতা কর্মচারী শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য ড.শওকাত আলী বলেন,” ৭১ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করি। জুলাই বিপ্লবেও যারা আহতও শহীদ হয়েছেন তাদেরকেও গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করি।শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা সহ অপামর রংপুরবাসীকে আহবান জানাই সকালে আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এ বিজয়কে ভাগাভাগি করে নেব।কেউ যেন এ বিজয় নসাৎ করতে না পারে সেদিকে সবাই সজাগ থাকব।’
উল্লেখ্য সকালের কর্মসূচিতে আছে বিজয় রালী, শ্রদ্ধা নিবেদন,বিকেলে আলোচনা সভা সহ রয়েছে অনেক কর্মসুচি।