বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বেরোবির কর্মকর্তারা

লেখক: Faisal Islam
প্রকাশ: ১ বছর আগে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বন্যার্ত মানুষের সহায়তায় এক দিনের বেতনের অর্থ দিবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক।

রবিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে কর্মকর্তাদের এক দিনের বেতন  অন্তঃবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের ত্রাণ তহবিলে জমা দিতে বলা হয়েছে।

এর আগে, সোমবার বেরোবির সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তা দেওয়ার জন্য ২ লাখ ১০ হাজার টাকার খাবার এবং বস্ত্র সংগ্রহ করে বন্যাকবলিত এলাকায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, হঠাৎ করে ভারতীয় ডম্বুর বাধ থেকে ছাড়া পানি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঢুকে পড়ায় প্রায় ৯টি জেলার মানুষ পানিবন্দি হয়ে পরে। এই বন্যার্ত মানুষদের সহায়তায় সারা দেশ থেকে শুকনো খাবারসহ বিভিন্ন সরঞ্জাম পাঠাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।