পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব আখাউড়া এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল।

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ২ years ago

প্রতি বছরের ন্যায় এবারও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব আখাউড়া কর্তৃক ইফতার মাহফিল ও সাবেক – বর্তমান পাবলিকিয়ানদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । আজ ৭ এপ্রিল (রবিবার) ইফতার মাহফিলটি আখাউড়া উপজেলার কারিমা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন এর সভাপতি ইমরান হোসেন ভুঞা (জাবি) , সাধারণ সম্পাদক রিমন আহমেদ ভূঁইয়া (ঢাবি), জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, সাধারণ বিমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার আতাউর রহমান ভূঁইয়া, রাজউকের উপপরিচালক এহসানুল বারি তুষার, তথ্য মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলমাসুর রহমান, রূপালী ব্যাংকের অফিসার আল ইয়ামিন বাঁধন, , প্রধান মন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা জসীম উদ্দীন ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
ইফতার মাহফিল সম্পর্কে এসোসিয়েশন এর সভাপতি ইমরান হোসেন ভূঞা বলেন, “আখাউড়া উপজেলা থেকে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়,সরকারি মেডিকেল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব আখাউড়া। এই সংগঠনের মাধ্যমে আখাউড়ার সাবেক এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পেরেছি।ইফতার মাহফিল এবং পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা মিলনমেলা হয়েছে,খুবই আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।সিনিয়রদের থেকে জুনিয়ররা ক্যারিয়ার বিষয়ক অনেক দিক নির্দেশনা পাচ্ছে। এছাড়া আমরা আখাউড়া উপজেলার অন্তর্গত স্কুল, কলেজগুলোতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করি,অস্বচ্ছল-দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা দিয়ে থাকি,প্রতি বছর আখাউড়া থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন গাইডলাইন এবং ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে আবাসন সমস্যা সমাধান নিয়ে কাজ করে থাকি।আশা করি এই সংগঠনটি আখাউড়া উপজেলায় শিক্ষা বিস্তারে এবং সামাজিক বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আখাউড়া কে এগিয়ে যেতে সাহায্য করবে।”
কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন আহমেদ ভূঁইয়া বলেন ”পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আখাউড়া, আখাউড়ার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন। প্রতি বছরেরে ন্যায় এইবারও আমাদের সংগঠন কর্তৃক ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুসার লক্ষ্য থাকবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আখাউড়ার সব শিক্ষার্থীকে একসঙ্গে নিয়ে কাজ করা, তাদের সুবিধা-অসুবিধা দেখাশোনা করা। এছাড়াও আখাউড়া থেকে যাতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীরা চান্স পায়, এ ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা, প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য আখাউড়ায় কিছু কর্মসূচি গ্রহণ করার বিষয়েও চিন্তাভাবনা আছে।”