ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের যাবতীয় হয়রানি কমাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বিষয়ক এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী কর্তৃক প্রেস ব্রিফিংয়ে দেওয়া অন্যান্য নির্দেশনাসমূহ হলো: ক্যালকুলেটর, ফোন, ঘড়ি কিংবা যেকোন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার্থীদের হয়রানি কমাতে হলে ব্যাগ নিয়ে ঢুকতে পারবে, তবে হলের নির্দিষ্ট কর্ণারে ব্যাগ জমা দিতে হবে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে কেন্দ্রের ভেতর সকল পরীক্ষার্থীর কান, চোখ, মুখমন্ডল ইত্যাদি চেক করা হবে, তবে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষিকা দ্বারা চেক করা হবে। কেন্দ্রে পরীক্ষার্থীরা ১ ঘন্টা আগে থেকেই প্রবেশ করতে পারবে, তবে হলে ঢুকা যাবে ৩০ মিনিট পূর্ব থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের ভূমিকা পালন করবে। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময় পরে কোনো পরীক্ষার্থী আর কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ হাকিম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় সাংবাদিকদের সাথে ভর্তি পরীক্ষার যাবতীয় নিয়মাবলি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় করা হয়।
উল্লেখ্য‚ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট ৩০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একইদিন বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।