রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর চিঠির মাধ্যমে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে রেজিস্টার পদ থেকে অব্যাহতি চেয়েছেন প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী।
আজ সোমবার( ১৪ অক্টোবর ২০২৪) দুপুরে শারীরিক অসুস্থতা দেখিয়ে উক্ত পদ অব্যাহতি চেয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছে রেজিস্টার দপ্তর।
রেজিস্ট্রার পদে তার চুক্তিভিত্তিক মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু তিনি অসুস্থতা দেখিয়ে ১৪/১০/২০২৪ তারিখে দুপুরে নিজ পদ থেকে অব্যাহতি চান।
উপাচার্যকে দেয়া চিঠিতে তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দায়িত্ব পালনকালীন সময় তো সময়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর পক্ষ থেকে যে সার্বিক সহযোগিতা পেয়েছেন এজন্য তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি চুক্তিভিত্তিক চাকরি থেকে অব্যাহতি প্রদানের জন্য উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীকে সবিনয় অনুরোধ করেন।