ক্রান্তিকাল, ক্রান্তিকাল
দিশেহারা জাতি
নেই কোন গতি,
দিক শূন্য তীরে
কে ধরিবে হাল।
দুর্যোগ দুঃসময়ে দেয়
যুদ্ধের আহ্বান,
মৃত্যুর সম্মুখে পায়
মুক্তির সন্ধান ।।
আজ সমাজ বড়ই অসহায়
কে নিবে কার ভার
ভালো হলে আছি তো
খারাপ হলে নাই আমি
এই সমাজের খেলা।
সমাজে হিংসে এবং অহংকার জন্ম হয়
মানুষের মনুষ্যত্বের অভাবে
সমাজে প্রতিযোগিতা কার থেকে কে আগে বড় হবে*
কিন্তু, মানুষ হিসেবে মনুষ্যত্ব অর্জনের;
নেই কোন প্রতিযোগিতা ।।
এই ক্রান্তিকালে সমাজে মোর স্লোগান হবে,
ঐক্যবদ্ধভাবে সুন্দর সমাজ গঠন
ধ্বংসের তান্ডব নয়
সৃষ্টির জয়গান
হিন্দু- মুসলিম জনতা ভাই-ভাই!
আদর্শ সমাজ গড়ে তোলা ঐ মোদের লক্ষ্য।