দেশের একমাত্র লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়

লেখক: হাজেরা আক্তার,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
প্রকাশ: ৬ মাস আগে

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরুপ লীলাভূমি, দেশের একমাত্র লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এখানে কৃত্রিমতার কোনো স্থান নাই, কৃষ্ণচূড়ার লাল রঙে, লাল হয়ে আছে কুবির ক্যাম্পাস ও আকাশ। তাছাড়া জারুল ফুলের গোলাপি ছোয়া, কুবির সৌন্দর্যকে আরো দ্বিগুন বাড়িয়ে দিয়েছে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, কুবিতে রয়েছে ৬টি অনুষদের অধীনে ১৯ টি বিভাগ। যা প্রতিষ্ঠাকালে অর্থাৎ ২০০৬ সালের ২৮ মে, তিনটি অনুষদে ৭ টি বিভাগ নিয়ে চালু হয়েছিলো। বর্তমানে ৬টি অনুষদ যথাক্রমে প্রকৌশল অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট ৫ টি হল রয়েছে, ছেলেদের জন্য ৩টি এবং মেয়েদের জন্য ২টি। তাছাড়া কুবির নতুন ক্যাম্পাস যা ২৫০ একরের উপর নির্মিত হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিকতার দিক থেকে অনন্য। উচ্চশিক্ষা এবং জ্ঞান তৈরি অর্থাৎ গবেষণার দিক থেকেও কুবি পিছিয়ে নেই। প্রতিবছরই কুবি থেকে ইউরোপ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মত দেশগুলোতে কোনো না কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায়। অনেকে আবার ফুল ফান্ডেড স্কোলার্শিপ নিয়েও উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে যায়। সবমিলিয়ে থেমে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ বছর থেকে চালু হয়েছে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা। তাছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ রয়েছে অনেক সংগঠন, যা শিক্ষার্থীদের কমিউনিকেশন নেটওয়ার্ক ডেভেলপ করতে, নেতৃত্বের গুনাবলি বৃদ্ধি করতে, এবং বিভিন্ন স্বেচ্ছাসেবামুলক কাজ করতে আগ্রহী করে তোলে। স্বেচ্ছাসেবী সংগঠন এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিট, বিএনসিসি প্লাটুন । সংস্কৃতি এবং নাচগানে আগ্রহীদের জন্য আছে প্রতিবর্তন এবং থিয়েটার। কবিতা আবৃত্তি ও কন্ঠচর্চার জন্য রয়েছে অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্র। সাংবাদিকতায় আগ্রহীদের জন্য রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি( কুবিসাস) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। রয়েছে রোটারাক্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি, লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি, লেখালেখিতে আগ্রহীদের জন্য রয়েছে বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, ইএলডিসি ( এন্টারপ্রিনার্শিপ, এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব) সহ আরও অনেক সংগঠন। এই সংগঠনগুলো শিক্ষার্থীদের মান উন্নয়নে, এবং নতুন কিছু উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবমিলিয়ে থেমে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়।