দীর্ঘ বিরতির পর সচল হতে শুরু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। আগামীকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) থেকে ক্লাস শুরু হবে।
আগে, গত ঈদুল আযহার ছুটির পর থেকে কার্যত বন্ধ রয়েছে রাবির অ্যাকাডেমিক কার্যক্রম। শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবি আন্দোলন শুরু হলে চলতি বছরের ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। এরপর শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাবিতে পদত্যাগের হিড়িক পড়ে যায়। উপাচার্যসহ একে একে দায়িত্ব ছাড়েন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রায় সব গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। এতে ভেঙ্গে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো।
তবে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) উপাচার্য পদে ড.শওকাত আলী নিযুক্ত হওয়ার পর থেকে কিছুটা স্বস্তি এসেছে বিশ্ববিদ্যালয়ে। এছাড়া, গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
শিক্ষার্থীরা জানায়,অনেকদিন যাবৎ আমাদের ক্লাস পরিক্ষা থেমে আছে যেহেতু আমরা নতুন ভিসি পেয়েছি।
তাই আশাকরি,সেশনজটের মধ্যে যেন না পড়ি সেদিকে খেয়াল রাখবেন।তাছাড়াও বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ যেন নিশ্চিত হয় সে বিষয়ে কাজ করবেন।