থ্যালাসেমিয়ার প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন

লেখক: ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি;
প্রকাশ: ৯ মাস আগে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়োটেড ও এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার আইইউ এর আয়োজনে থ্যালাসেমিয়া অ্যাওয়ার্নেস এন্ড স্ক্রিনিং ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০১ ও ১০২ নম্বর কক্ষে আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এছাড়া অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করীম। কিনোট স্পিকার হিসেবে ছিলেন বায়োটেক এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মো. সওগাতুল ইসলাম। তিনি সেখানে থ্যালাসেমিয়ার উপর একটি স্লাইড প্রদর্শনী করেন। থ্যালাসেমিয়া কি, বাংলাদেশের কোনো অঞ্চলে এর প্রভাব কেমন, কি কি কারণে এ রোগ হয় এর উপর একটু তথ্যবহুল প্রদর্শনী চিত্রিত করেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,এই সেমিনার ফার্মাসির সাথে অনেকটাই সম্পর্কিত। যার মানে জেনেটিক্যাল বিষয়। এই সেমিনার থেকে আমাদেরকে শিখতে হবে।তোমরা জানো থ্যালাসিমিয়া একটি রোগ বরং তোমরা আমার থেকে আরো বেশি ভালো জানেন। তাই এটা প্রতিরোধ করা এবং এ জাতীয় বিষয় সম্পর্কে জানা খুবই জরুরী। তিনি আরো বলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বিশেষ করে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের এই উদ্যোগ ছাত্র শিক্ষকদের জ্ঞান বিনিময়ের জন্য।