তীব্র তাপদাহ থেকে বাঁচতে কুবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

লেখক: কুবি প্রতিনিধি :
প্রকাশ: ১ বছর আগে

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে ক্যাম্পাসকে শীতল রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাত সায়েমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন অংশে বৃক্ষরোপণ করেন। এসময় তারা প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন জাতের গাছ রোপণ করেন।

বৃক্ষরোপণের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার বৃক্ষরোপণ কর্মসূচি।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। তীব্র তাপদাহের ফলে এবং প্রকৃতি ও পরিবেশের মাঝে আজ মানুষের অত্যাচারে প্রকৃতি দারুণভাবে রুদ্ররূপ ধারণ করেছে।নির্বিচারে বৃক্ষ নিধন, বন ধ্বংস আর পাহাড় কাটার ফলেই প্রকৃতি বিরূপ ধারণ করেছে ব্যাপকভাবে। প্রকৃতির এই রুদ্র আচরণ থেকে আমাদের পরিত্রাণের জন্য বৃক্ষরোপণ করা অতীব জরুরি।