জাবি অধ্যাপক মোঃ শাহাদাত হোসেনকে জীববিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদকে ভূষিত

লেখক: হুরায়রা হাবিব, (জাবি প্রতিনিধি):
প্রকাশ: ১ বছর আগে

জীববিজ্ঞান শিক্ষা ও গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শাহাদাত হোসেনকে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স-২০২৩ এর স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসিনা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, পুরস্কারপ্রাপ্তি সবার জন্যেই আনন্দের। এই পুরস্কার আমাকেও আনন্দিত করেছে। ২০০১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর থেকে বিভাগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মনোযোগ দিই। এজন্য একইসাথে শিক্ষকতা ও গবেষণা কাজে সময় দিয়েছি। যার ফলে ২০০৬ সালে বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির বিজ্ঞানী (জুনিয়র ক্যাটাগরিতে) হিসেবে স্বর্ণপদক পেয়েছিলাম যা আমাকে অনেক উৎসাহিত করেছিল। সেই প্রেরণা থেকে আজ আমি (সিনিয়র ক্যাটাগরিতে) আবার স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছি। এজন্য খুবই ভালো লাগছে।

উল্লেখ্য, অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন ২০০১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ২০১০ সাল থেকে প্রফেসর হিসেবে পদোন্নতি পান।

তিনি দীর্ঘ গবেষণা জীবনে তিনি এক দশকেরও বেশি সময় জাপানের বিভিন্ন খ্যাতনামা গবেষণাগারে পোষ্ট-ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেন এবং শতাধিক উচ্চ মান- সম্পন্ন আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়াও বিজ্ঞান চর্চার পাশাপাশি বিজ্ঞানমনস্ক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বেশ কিছু গল্প-উপন্যাসও লিখেছেন: আলো (২০০২), দিঙমূঢ় (২০০৭), জোছনা জলে জলসিঁড়ি (২০০৮), নৈঋতী (২০১১), জাপানি দিনরাত্রির গল্প (২০২৩), হাজিমেমাশোও জাপানি দিনরাত্রির গল্প (২য় খণ্ড, ২০২৪), ব্যাকস্টেজ ইন দ্য সিম্মেলা স্টোরি (২০২৪)। বিরল প্রতিভাধর এই বিজ্ঞানী ইতিমধ্যেই তাঁর নানান অর্জনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সম্মানিত করেছেন।

এদিকে অধ্যাপক শাহাদাত হোসেনের স্বর্ণপদকপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিজ্ঞানী প্রফেসর মোঃ শাহাদাত হোসেনের এই অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সম্মানিত করেছে।