৪১তম বার্ষিক সিনেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম।
শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ৪১তম বার্ষিক সিনেট সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
সিনেট সভায় সভাপতির বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, “২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। আমি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আমি এ আগ্রহ ব্যক্ত করি। তিনি আমাকে ৭ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণের সদয় সম্মতি দান করেছেন। আমি এ বিষয়ে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।”
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর ৪১তম বার্ষিক সিনেট সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি টাকার বাজেট অনুমোদনের জন্য পেশ করা হয়।