জাবিতে চলছে অর্ধদিবস কর্মবিরতি

লেখক: হুরায়রা হাবিব, জাবি প্রতিনিধি:
প্রকাশ: ২ years ago

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অর্ধদিবস কর্মবিরতি পালিত হচ্ছে।

মঙ্গলবার (২৫ জুন) থেকে বৃহস্পতিবার (২৭ জুন) প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে চলমান পরীক্ষাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগামী (২৫, ২৬, ও ২৭ জুন ২০২৪) অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে। পরীক্ষা সমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে এবং আগামী রবিবার (৩০ জুন ২০২৪) পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হবে। পরীক্ষা সমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তবে সোমবার (১লা জুলাই ২০২৪) তারিখ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে। এই সময় সব ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কাজসহ সবকিছু বন্ধ রাখবেন শিক্ষকেরা।

উল্লেখ্য, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়। আগামী ১ জুলাই থেকে নিয়োগ প্রাপ্তরা এই স্কিমের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন বলে জানানো হয়।