জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয় সূত্রে বিষয়টি জানা যায়। এর পূর্বে গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে একটি অফিস আদেশ জারি করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শরীর চর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক সদস্য সচিব, ফুটবল ও হকি ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক, এ্যাথলেটিকস, সাঁতার ও ওয়াটারপ্লো ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক, ভলিবল ও বাস্কেটবল ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক, ক্রিকেট, হ্যান্ডবল, জিমন্যাস্টিকস ও শুটিং ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, ক্যারম, পন টেনিস ও স্কোয়াশ ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক, কাবাডি, জুডো, তায়কোয়ান্দো, উশ ও ক্যারাত ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-কল্যাণ পরিচালক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, প্রধান প্রকৌশলী, পরিবহন প্রশাসক ও উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা।
এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ভিসি ম্যাডাম আমাকে বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছেন আমি সেটি যথাযথভাবে পালনের চেষ্টা করবো। দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোন খেলার মাঠ বা জিমনেশিয়াম নেই। শিক্ষার্থীদের জন্য যতটুকু করা সম্ভব হবে আমি সেটা করার সর্বাত্মক চেষ্টা করবো।
প্রসঙ্গত, অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এর পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর ও ছাত্রকল্যাণ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।