জবিতে নরসিংদী জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি

লেখক: জবি প্রতিনিধি;
প্রকাশ: ৮ মাস আগে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৫ ব্যাচের সিরাজুম মুনির তাহমীদ কে সভাপতি ও ১৬ তম ব্যাচের শিক্ষার্থী সিফাত সরকার মুবিন কে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ একটি আংশিক কমিটির ঘোষণা দেয়া হয়।

সিরাজুম মুনীর তাহমীদ(১৫ব্যাচ ইসলামের ইতিহাস ও সসংস্কৃতি) সভাপতি: আমাদের নরসিংদী জেলায় দীর্ঘদিন ছাত্রকল্যাণ কমিটি ছিল না। এই নবগঠিত কমিটিতে আমাকে সভাপতি হিসেবে মনোনীত করায় উপদেষ্টা ও সিনিয়রদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরা যেন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ এর দায়িত্ব সৎ ও সুন্দরভাবে পালন করতে পারি এই আশা ব্যাক্ত করি।

সাধারণ সম্পাদক সিফাত সরকার মুবিন(১৬ব্যাচ ভূমি ব্যবস্থাপনা ও আইন) বলেন, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। আপনারা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে নির্বাচিত করেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে কাজ করবো।ছাত্রসমাজের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমরা সবাই মিলে একটি সুন্দর, সহযোগিতাপূর্ণ ও উন্নত শিক্ষাঙ্গন গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে, তাঁদের পাশে দাঁড়াতে আমি সদা প্রস্তুত থাকবো।আমি বিশ্বাস করি, একতাই শক্তি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ছাত্রকল্যাণ পরিষদ আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসাবে ১৫ ব্যাচের ফুয়াদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ১৬ ব্যাচের মুজাহিদুল ইসলাম পরশ, সাংগঠনিক সম্পাদক হিসাবে ১৬ ব্যাচের সৌর সরকার আলবন ও কোষাধ্যক্ষ হিসাবে ১৭ ব্যাচের ইশতিয়াক আজাদকে দায়িত্ব দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ০৭ দিনের মধ্যে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের গঠনতন্ত্র প্রণয়ন এবং ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।