চবির ইসলামিক স্টাডিজ বিভাগের পাবলিক স্পিকিং কম্পিটিশন অনুষ্ঠিত

লেখক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশ: ১ বছর আগে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামিক স্টাডিজ এসোসিয়েশন কর্তৃক “পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে পুরষ্কার প্রদান করা হয়।

বুধবার (৫ জুন) সকাল ১১টায় নতুন কলা ও মানববিদ্যা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনারে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ১২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ. ন. ম আবদুল মাবুদ, সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজের অধ্যাপক ড. মোঃ মমতাজ উদ্দিন কাদেরী সহ শিক্ষকবৃন্দ।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আলাউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে যোগাযোগ করতে অবশ্যই ইংরেজি দরকার। তাই আমাদের সঠিক ভাবে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা গুরুত্বপূর্ণ। তোমাদের এই ইংরেজি যেন জাতির উপকারে আসে।

ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মুমতাজ উদ্দিন কাদেরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আজকে খুবই আনন্দিত তোমাদের মুখ থেকে ইংরেজিতে পাবলিক স্পিকিং শুনে। ইংরেজি ও আরবি শুধু ভাষা নয় এটা যোগাযোগের অন্যতম মাধ্যম। পৃথিবীতে প্রায় ২০টি দেশের ভাষা আরবি আর ইংরেজি আন্তর্জাতিক ভাষা তোমাদের এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আগামীতে তোমরা জ্ঞান আর ভাষার দক্ষতায় নিজেদের ছাড়িয়ে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. আ. ন. ম আব্দুল মাবুদ বলেন, আমি মনে করি এই সেশনটি খুবই ফলপ্রসূ হয়েছে। আমি আমার সহকর্মীদের ও তোমাদেরকে সাধুবাদ জানাই। আমি খুবই আশ্চর্য হয়েছি তোমাদের এই ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা শুনে। তোমরা প্রতিটি কথা টপিক অনুযায়ী তথ্যবহুল বলেছ। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।