গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে দেখা যাবে ‘পশর নদীর বাঁকে’

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

‘পশর নদীর বাঁকে’র গ্রন্থকার দেবজ্যোতি বিশ্বাস বলেন, “এটি একটি গ্রামের গল্প, যেখানকার লোকজন জীবিকার জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল। এই প্রযোজনার মাধ্যমে সমাজে নিম্নবিত্তদের ওপর উচ্চবিত্তদের শোষণ-বঞ্চনা ও ক্ষমতার প্রভাব তুলে ধরা হয়েছে। এছাড়াও মানুষের জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বনবিবি, বাঘবিধবাসহ সুন্দরবন অঞ্চলের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই গল্পের মধ্য দিয়ে।” 
প্রযোজনাটির প্রধান নির্দেশক দীপ্ত সেন বলেন, “সুন্দরবনের পশর নদীর কোল ঘেঁষা গ্রামীণ মানুষের নিত্যদিনের জীবনগাথা, প্রকৃতি ও শোষকের সাথে তাদের লড়াই, সুখ-দুঃখ, প্রেম ও বিরহের এক চমৎকার মেলবন্ধনকে দর্শকদের কাছে তুলে ধরবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।”
 
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ তৃতীয়বারের মতো এই সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করছে জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক অনিক ধর বলেন, “গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব দুই বাংলার সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ সবসময় শুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চা করে আসছে। তাই দুই বাংলার এই উৎসবে আমরা সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে স্বাচ্ছ্যন্দবোধ করি।”