খোশ আমদেদ

লেখক: মোঃ শহিদুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ৪৪ সেকেন্ড আগে

শরতের এক ফালি রোদেলা প্রভাত,
দিও আমায়।
যাহার খোশ আমদেদে মুছে যাবে,
তামাম দুঃখ-দুর্দশা, গ্লানি, হতাশা ও ব্যর্থতা।
যাবে কী কাল বৈশাখীর সংহার মুছে?
যাবে কী বন্যার বাঁধভাঙা ধ্বংসলীলা মুছে?
হয়তো মুছে দিবে দুর্দিন।
দুর্দিন না গেলেও অনুপ্রেরণা তো দিবে।
আমি আশাবাদী সেই প্রভাতের।
যে ছড়িয়ে দিবে আনন্দধ্বনির দ্যুতি।