খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাবুনতীতে উদ্বেগ প্রকাশ করেছে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

লেখক: রাবি প্রতিনিধি:
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাবুনতীতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। মঙ্গলবার (২৫ জুন) রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বর্তমান সরকারের সমালোচনা, বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেয়ার দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনী , তিনবারের সাবেক প্রধান মন্ত্রী, গনতন্ত্রের মাতা, আপোষহীন নেতৃ বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত বর্তমান ডামী সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’কে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অভিযুক্ত করে কারান্তরীণ ও বর্তমানে গৃহবন্দী রাখা হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর সকল কর্মকান্ড এবং দিকনির্দেশনা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ছিল মাইলফলক। দূর্যোগ ও আপদকালীন সময়ে তাঁর নেতৃত্বে পরিচালিত ব্যবস্থাপনা ছিল প্রশংসনীয়। আদর্শবাদী রাজনীতি চর্চা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ায় তাঁর অবদান চিরস্মরণীয়। সর্বোপরি বাংলাদেশী জাতীয়তাবাদ, স্বাধীনতা ও সার্ভভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এক অনুসরণীয় দৃষ্টান্ত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই মহান নেত্রী আজ ন্যায় বিচার বঞ্চিত; গুরুতর অসুস্থতা সত্ত্বেও তাঁকে সুচিকিতসার জন্য দেশের বাইরে যেতে দিচ্ছে না এই প্রতিহিংসাপরায়ন অবৈধ সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, বেগম জিয়ার স্বাস্থ্য বর্তমানে অত্যন্ত ঝুকিপূর্ণ বলে তাঁর চিকিৎসকরা ইতোমধ্যে জানিয়েছেন। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি দেশবাসী আজ উদ্বিগ্ন। এমতাবস্থায়, গণতন্ত্রকামী সকল মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে সচেতন নাগরিক হিসেবে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’, এর শিক্ষকবৃন্দ বাকস্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রবিহীন এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করছে এবং সাবেক প্রধানমন্ত্রী, জনগনের প্রাণপ্রিয় আপোষহীন
নেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার সকল বিধি নিষেধ প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে একই বছর দুর্নীতির আরেকটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে গুলশানের বাসায় অবস্থান এবং দেশ ত্যাগ না করার শর্তে সাময়িকভাবে মুক্তি দেয়।