কোটা বাতিলের দাবিতে ক্যাম্পাস পেরিয়ে এবার মহাসড়ক অবরোধ করলো চবি শিক্ষার্থীরা

লেখক: চবি প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা ব্যাবস্হ বাতিল ও ২০১৮ সারের পরিপত্র পুনর্বহালের দাবিতে অবস্হান কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা।
পরে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় ও জিরো পয়েন্টের মধ্য দিয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে জমা হয় আন্দোলনরত শিক্ষার্থীরা ।আন্দোলনকে আরো বেগবান করার জন্য বিকেল ৪টার শাটল ট্রেনে করে শহরে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোরশেদ আলম বলেন, এটা আমাদের ন্যায্য দাবি। কোটার কারণে আমরা বৈষম্যের শিকার। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কোটাবিরোধী সংগ্রাম চলবে।

এর আগেও কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দুই দফায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে চবি শিক্ষার্থীরা।