কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবসে দিনব্যাপী থাকছে যেসব আয়োজন

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ৫ মাস আগে

আগামী ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ২০তম বছরে পদার্পণ উপলক্ষ্যে দিনব্যাপী থাকছে নানা আয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এদিন উদযাপিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫।

সকাল সাড়ে ১০টায় গোল চত্বরে পায়রা ও বেলুন উড়ানোর মধ্য নিয়ে উদ্বোধন হবে দিবসটি এবং সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি সমাপ্ত হবে।

আজ ২৬ মে (সোমবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম এর সভাপতিত্বে একটি যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় ।

এছাড়া দিবসটিতে সারাদিনের নানা আয়োজনের মধ্যে রয়েছে সকাল ১০টা ৪৫ মিনিটে র‍্যালী, র‍্যালী শেষে মুক্ত মঞ্চে কেক কাটা, আলোচনা সভা এবং প্রতিষ্ঠাকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০ বছরে পদার্পণে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়কে আরো সুপরিচিত করতে মেধা মনন ও সততা দিয়ে সবাই কাজ করবে এটাই আমাদের বিশ্ববিদ্যালয় দিবসের অঙ্গিকার। দিবসটি উপলক্ষ্যে সীমিত বাজেটে আমরা কতগুলো কর্মসূচির আয়োজন করছি এ গুলোর মধ্যে আছে র‍্যালী, কেক কাটা, আলোচনা সভা, প্রতিষ্ঠাকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা।আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে সকল শিক্ষক, কর্মকর্তা কার্মচারী আছেন তাদেরকে এই প্রথমবার আমরা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সম্মাননা দিচ্ছি।”

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ মে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেশের ২৬তম এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় ঠিক একবছর পর ২০০৭ সালের ২৮ মে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ১৯টি বিভাগে ৭ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন।