কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সিরাত প্রতিযোগিতা ও কনফারেন্স আয়োজন

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ১ মাস আগে
Oplus_133120

দাওয়াহ কমিউনিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর উদ্যোগে মুক্তমঞ্চে নবীজী (স.) এর ওপর সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান আলোচক ছিলেন মুহতারাম শরীফ মুহাম্মদ হাফিঃ ও মুহতারাম জাকারিয়া মাসুদ হাফিঃ; বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিমুদ্দিন ও দ্বীন ইসলাম এ কনফারেন্সের সঞ্চালনা করেন।

এছাড়া সিরাত প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের আকর্ষণীয় পুরষ্কার ও প্রথম ১০ জনকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। গত ১৫ সেপ্টেম্বর ৫০ নম্বরের এমসিকিউ এবং জ্ঞানমুলক প্রশ্নের উপর ভিত্তি করে একটি পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার মেধাক্রম অনুযায়ী এ পুরষ্কার দেওয়া হয়।

উল্লেখ্য, বিশ্বমানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামীন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র জন্মের মাস “রবিউল আউয়াল” উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে “সিরাত প্রতিযোগিতা ও কনফারেন্স”।