কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে ভুয়া পেজের বিভ্রান্তিকর পোস্ট

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ১ মাস আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি ভুয়া ফেসবুক পেজ। ‘bd24time. com’ নামের পেজটি শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়কে জড়িয়ে একটি পোস্ট দেয়, যার ক্যাপশন ও ভেতরের লিংকের সংবাদ পরস্পরবিরোধী।

পেজে দেওয়া পোস্টের ক্যাপশনে লেখা ছিল “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খালাকে নিয়ে রুম ডেট! খবর প্রকাশের জেরে লাইট বন্ধ করে সাংবাদিকদের হেনস্তা।” তবে পোস্টের কমেন্ট বক্সে সংযুক্ত লিংকে প্রবেশ করলে দেখা যায়, সেটি আসলে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’ এ প্রকাশিত অন্য আরেকটি খবর। সেই প্রতিবেদনের শিরোনাম “খবর প্রকাশের জেরে লাইট বন্ধ করে মব সৃষ্টি করে সাংবাদিকদের হেনস্তা।” প্রায় দেড় ঘণ্টা পর ভুয়া পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

পেজটি ঘুরে দেখা যায়, সেখানে ১.৩ মিলিয়ন অনুসারী থাকলেও বেশির ভাগ পোস্টেই খুব কম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কিছু পোস্টে মাত্র ৪–৫টি রিঅ্যাকশন, আর কিছুতে ৫০–৬০টি প্রতিক্রিয়া থাকলেও বেশির ভাগ কনটেন্ট অন্য গণমাধ্যম বা ফেসবুক পেজ থেকে শেয়ার করা। কারা এ ভুয়া পেজ পরিচালনা করছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ উঠেছে, পেজটি ইচ্ছাকৃতভাবে ভিন্ন ক্যাপশন ব্যবহার করে অন্য একটি সংবাদমাধ্যমের লিংক শেয়ার করছে, যাতে বিভ্রান্তি তৈরি হয়।

উল্লেখ্য, বুধবার (১০ সেপ্টেম্বর) অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী অন্তু দাস নিয়ম অমান্য করে বিজয় ২৪ হলের ৩১২ নম্বর কক্ষে বহিরাগত এক নারীকে ‘খালা’ পরিচয়ে এবং আরও দুজন পুরুষকে নিয়ে আসেন। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে সেদিন দিবাগত রাত ১২টার দিকে হলের ৩০৫ নম্বর কক্ষে অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লা নিউজ’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বি. এম. ফয়সালের ওপর মব তৈরী করে একদল শিক্ষার্থী হামলার চেষ্টা চালায়। এ সময় কক্ষে থাকা আরও দুই সাংবাদিক জুবায়ের রহমান ও হাছিবুল ইসলাম সবুজকেও লক্ষ্য করে মব তৈরি করার চেষ্টা হয়।