গতকাল ২০মে ২০২৪ইং সোমবার “রাস্ট্রব্যাপী পণ্যদস্যু হাত, বাঁচাও আমার শিক্ষা ধারাপাত” স্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সংসদের ২৭তম সম্মেলন ও পরবর্তীতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
দীপ্ত দেবনাথের সভাপতিত্বে ও অনির্বাণ দেবের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হক মুক্ত, সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা পরেশ কর, সুধাংশু নন্দী, মাহমুদ হাসান মিঠু, শামসুন্নার খুকী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরবর্তীতে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ১৯সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন হয়।
শ্রীকান্ত দত্তকে সভাপতি ও
দীপ্ত দেবনাথ (অপূর্ব)কে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি করা হয়।
নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান ছাত্রনেতা রেজওয়ান হক মুক্ত, উক্ত কমিটি শোষণহীন সাম্যের সমাজ বিনির্মানে বলিষ্ঠ ভূমিকা পালন করা এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সাথে সঙ্গতি রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।