কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান নিযুক্ত হয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম এর মেয়াদ পূর্ণ হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইন-২০১৩ এর ধারা ২৪(৩)মোতাবেক পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান-কে আগামী ১৫ নভেম্বর ২০২৪ থেকে কতৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।