কুবি শিক্ষার্থী সবুজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়ার আয়োজন

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ১১ মাস আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি প্রয়াত নাজমুল সবুজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শামীমুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদুল হাসান খান, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ফয়জুল ইসলাম ফিরোজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন আহবায়ক আহসান হাবিবসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ নভেম্বর রাত সাড়ে ১১টায় রাজধানীর এক আত্মীয়ের বাসায় হৃদরোগজনিত কারনে মৃত্যুবরণ করেন লোক প্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নাজমুল সবুজ। মৃত্যুকালে তার বয়স ছিল ২৭ বছর।