কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হল রুমে এটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিসুল ইসলাম ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ রাজু।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান রিসার্স সেন্টারের সদস্য সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আজহারী।
উল্লেখ্য, সৈয়দ তৈয়্যব শাহ ১৯৮৬ সালে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এটি একটি সমাজ সংস্কার মূলক অরাজনৈতিক আন্দোলন।