পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল আয়োজিত হয় ।
বুধবার (১২ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফের দ্বিতীয় তলায় বিএনসিসি ক্যাডেট কর্পোরাল রেজাউল করিম সিয়াম এর সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় ।
বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মোঃ তালহা জুবায়ের দিক নির্দেশনায় উক্ত ইফতার মাহফিল পরিচালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার স্যার । এছাড়াও উক্ত অনুষ্ঠানে এক্স-ক্যাডেটবৃন্দ , রানিং ও প্রি-ক্যাডেট এবং বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে কুবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মোঃ তালহা জুবায়ের বলেন‚ ‘আজকের ইফতার আয়োজন প্লাটুনের ক্যাডেটদের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধি, সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও আগামীদিনের কার্যক্রমে শক্তি যোগাতে সাহায্য করবে। আমাদের আয়োজনে স্বতস্ফুর্ত অংশগ্রহনের জন্য উপস্থিত সকল সংগঠনের নেতৃবৃন্দদের অশেষ ধন্যবাদ। আশা করি সবার অংশগ্রহণ ও সহযোগিতায় ক্যাম্পাসে নানামুখী সৃষ্টিশীল কাজ অব্যাহত থাকবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন রমজানের যে শিক্ষা সে শিক্ষাটা যেন আমরা গ্ৰহন করি তাকওয়া আমরা গ্ৰহন করি। যে শিক্ষা আমরা নিচ্ছি সেই সংযম শুধু হাত পায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের জীবন যাত্রায় সামনে দিনে পথ চলায় যেন প্রতিফলন হয় , সেই শিক্ষাটা আমরা গ্ৰহন করি।
উল্লেখ্য, বিএনসিসি হলো বাংলাদেশের সেনাবাহিনীর অধীনে আধা-সামরিক বাহিনী।