কুবি ডিবেটিং সোসাইটির নবীন বরণ ও বিতর্ক কর্মশালা সম্পন্ন

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ৮ মাস আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চার একমাত্র সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সভাপতি সাদিয়া আফরিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহবুব।এছাড়াও বিতর্ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন‚ ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল বলেন‚ ‘বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বিতর্ক এবং সংগঠনের সাথে পথচলা শানিত করার লক্ষ্যে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি নবীন বরণ ও বিতর্ক কর্মশালার আয়োজন করে। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। তাই তাদের বিতার্কিক হিসেবে গড়ে তুলতে ডিবেটিং সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক‚ ও ডিবেটিং সোসাইটির মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহবুব বলেন‚ ‘কাজী নজরুল ইসলাম, এস.এম সুলতান‚ হেলাল হাফিজরা সৃষ্টিশীল কাজ করে গিয়েছেন। তাদের এসকল সৃষ্টিশীল কাজ তাদেরকে বহু বছর বাঁচিয়ে রেখেছে। এজন্য বুদ্ধিদীপ্ত তরুণ হিসেবে আপনাদের তারুণ্যকে, শিক্ষাকে, বিতর্ককে সৃষ্টিশীল করে গড়ে তুলতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের নবীনদের বলবো‚ আপনাদের যাত্রা শুভ হোক। কবি হিসেবে হোক, লেখক হিসেবে হোক, ফটোগ্রাফার কিংবা গায়ক হিসেবে হোক‚ যাই হোন না কেন আপনাদের জীবনযাপনটা সর্বদা পড়া ও জ্ঞান অর্জনের মাধ্যমে গড়বেন। তাই স্বার্থক আগামীর জীবন প্রত্যাশায় বলবো আপনাদের যাত্রা শুভ হোক।’