কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমাগমের মাধ্যমে এ মিলনমেলার আয়োজন করা হয়। এসময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।লোক প্রশাসন বিভাগের ১৯ তম ব্যাচের নবীন শিক্ষার্থী নুসরাত জাহান রিফাহ জানান, ” বিশ্ববিদ্যালয়ে আসার পর যখন জানলাম, আমাদের জেলার ব্রাক্ষণবাড়িয়া এসোসিয়েশন নামে একটি সংগঠন আছে তখন আমিও অনেক খুশি হয়েছি। এসোসিয়েশন মানে সর্বদা একে অপরের পাশে থাকার পূর্ণ অঙ্গিকার। আমাদের সকলের সক্রিয় অংশগ্রহণে তা সম্পূর্ণ করা সম্ভব। ”
অর্থনীতি বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী তোফায়েল মাহমুদ নিবিড় জানান, “ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে। কুবিতে অবস্থানরত শিক্ষার্থীদের যে কোনো বিপদে এ সংগঠন পাশে থাকে এবং সবসময় পাশে থাকবে। তাছাড়া এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভাল একটি সম্পর্ক তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ সবসময় এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।”