কুবিতে মার্কেটিং বিভাগের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

লেখক: তানভীর সালাম অর্ণব, কুবি প্রতিনিধি;
প্রকাশ: ১০ মাস আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত ভলিবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে চারটি দল গঠন করা হয়েছে। ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা এবং ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল খেলা।

টুর্নামেন্টের উদ্বোধন করেন মার্কেটিং বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান। এসময় তিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।