কুবিতে পেনশন স্কিম প্রত্যাহারে কর্মবিরতি ও এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনে কর্মবিরতি এবং কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো. আসাদুজ্জামানের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী  সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ২৪ তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে কুবি শিক্ষক সমিতি। তবে চলমান পরীক্ষাগুলো এ কর্মসূচির আওতামুক্ত রয়েছে।

একই দিনে দুই কর্মসূচির বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য ড. দুলাল চন্দ্র নন্দী জানান, “অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের এর নির্দেশনা অনুযায়ী অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি। এছাড়াও আমাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধানের লক্ষ্যে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা ক্লাসে ফিরেছি। গত ২৮ এপ্রিল উপাচার্যের নেতৃত্বে শিক্ষকদের ওপর যে হামলা চালানো হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।”

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর অমিত দত্ত, জাহিদ হাসান এবং আইকিউএসির পরিচালক ড. রশিদুল ইসলাম শেখের নেতৃত্বে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মী কর্তৃক শিক্ষকদের ওপর হামলা করা হয়।

এছাড়াও ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়। আগামী ১ জুলাই থেকে নিয়োগপ্রাপ্তরা এই স্কিমের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন বলে জানানো হয়। যার প্রতিবাদে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন।