কুবিতে পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের ইফতার মাহফিল।

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ২ years ago

আজ ২৪ মার্চ পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশন কর্তৃক লোকপ্রশাসন বিভাগের ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে । ইফতার মাহফিলটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বৃষ্টির কারণে বিভাগের ৩০৭ ও ৩০৮ নং রুমে অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ড. মাকসুদা কামাল, বিভাগীয় শিক্ষকবৃন্দ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ। মাহফিলে লোক প্রশাসন বিভাগের ১২তম থেকে ১৭তম পর্যন্ত ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ইফতার মাহফিল সম্পর্কে এসোশিয়েশন এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান ” পবিত্র রমজান মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফজিলতের মাস। এ মাসে সব বেধাভেদ ভুলে একসাথে বসে ইফতার করার মধ্যে অনেক আনন্দ রয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের লোকপ্রশাসন এসোসিয়েশন কর্তৃক আয়োজন করা হয় ইফতার মাহফিল। যেখানে আমাদের বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে বসে ইফতার করেন। এটা দেখতে যেমন সুন্দর তেমনি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকেও ধারণ করে। আমি চাই প্রতি রমজানেই এই ধরনের সুন্দর ইফতার মাহফিল অব্যহত থাকুক।”

প্রতি বছর নির্বাচন আয়োজনের মাধ্যমে কুবির লোক প্রশাসন বিভাগের পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশন এর কমিটির গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই বিষয়ে কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার মোরসালিন হোসাইন বলেন ”নতুন কমিটি গঠনের পর এটা আমাদের প্রথম ইফতার ও দোয়া মাহফিল । সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই ইফতার মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রীতির বন্ধন গড়ার লক্ষেই আমাদের এ ইফতার মাহফিলের আয়োজন।’’
কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মামুন জানান, ”আমাদের লোক প্রশাসন বিভাগে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের সবার কথা চিন্তা করে এসোসিয়েশন কর্তৃক সাধারণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মুসলিম শিক্ষার্থীর পাশাপাশি, অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। এর মাধ্যমে আমাদের বন্ধন আরো দৃঢ় হচ্ছে এবং সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে বসে ইফতার করতে পারছি। উক্ত আয়োজনের সদস্য হতে পেরে সত্যিই অনেক বেশি আনন্দ হচ্ছে। আমাদের এই ধারাবাহিকতা বলে দেয় আমাদের সংহতি, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পরস্পরের প্রতি প্রগাঢ় ভালোবাসা।”