প্রচন্ড তাপদাহে তৃষ্ণায় কাতর ক্যাম্পাসের প্রতিটি প্রাণীর জন্যে খাবার ও পানির ব্যবস্থা করলো কুবির সেইভ ইয়ুথ। ২৯ এপ্রিল( রবিবার) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যেমন বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে, বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের,বঙ্গবন্ধু হলের বারান্দায়, কাঁঠালতলায়, মুক্তমঞ্চসহ আরো অন্যান্য স্থানে প্রাণীদের জন্য খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। ক্যাম্পাসে থাকা বিভিন্ন প্রাণী যেমন: পাখি, কুকুর, বিড়াল, এবং অন্যান্য প্রাণীগুলো পানির স্বল্পতা ও খাদ্যের অভাবে গাছের ছায়া, বাড়ির আঙিনায়, বাসের নিচে ও অন্যান্য জায়গায় আশ্রয় নেয়। সেইভ ইয়ুথ এর প্রচেষ্টায় সকল প্রাণীদের জন্য কিছু খাবার, ও পানির ব্যবস্থা করা হয়। সেইভ ইয়ুথ এর মডারেটর ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এর সার্বিক সহযোগিতা ও পরামর্শে এই উদ্দ্যোগ নেওয়া হয়।
এই বিষয়ে সেইভ ইয়ুথ এর সাধারণ সম্পাদক লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ মামুন স্টুডেন্ট’স আইকে জানান “আমাদের উদ্দেশ্য ছিল ক্যাম্পাসের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং মানুষকে উদ্বুদ্ধ করা পশুপাখিদের এই গরমের মধ্যে পানি ও খাবার দিয়ে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করা। পাশাপাশি সমাজ ও সামাজিকতার দায়বদ্ধতা থেকে মানুষের পাশাপাশি পশুদেরেও এই গরমের মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে সেই সকল বোবা প্রাণীদের আমাদের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাদের জীবন আছে, তাদের ও খাদ্যের প্রয়োজন আছে! তাই একদল তরুণদের নিয়ে আমাদের ক্যাম্পাস এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় পানির পাত্র ও শুকনো খাবার কুকুর, বিড়াল ও পশুপাখির খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমাদের এই প্রচেষ্টা খুবই ক্ষুদ্র ছিল, কিন্তু আমাদের সদিচ্ছার যে বার্তা আমরা চেয়েছিলাম সবার মাঝে ছড়িয়ে দিতে। সবার সদিচ্ছা ও অংশগ্রহণের মাধ্যমে পারে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বৃহত্তর রূপ দিতে। সেইভ ইয়ুথ এর প্লাটফর্ম থেকে আমরা চেষ্টা করেছি সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এবং এগিয়ে আসতে এ সকল নিরীহ প্রাণীদের সাহায্যার্থে। সেইভ ইয়ুথ এর এর সম্মানিত মডারেটর ডক্টর জান্নাতুল ফেরদৌস লতা ম্যাম আমাদের বুদ্ধি পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ম্যামের প্রতি। আশা করছি এ সকল উদ্যোগের মাধ্যমে আমাদের ক্যাম্পাস সহ সারা বাংলাদেশে প্রাণী নিরাপদ আশ্রয় পাবে এবং খাদ্যের অভাবে অনুপ্রাণী মরতে হবে না। আশা রাখি প্রতিটি প্রাণীর আবাস হবে নিরাপদ, এই তীব্র গরমে পানি কিংবা খাদ্যের অভাবে কোন প্রাণী মরবে না। যুগে যুগে যে মানবতার জয় হয়েছে, সে মানবতাটুকু ছড়িয়ে পড়ুক সবার মাঝে।”
সেইভ ইয়ুথ এর টিম লিডার সাথী আক্তার স্টুডেন্ট’স আই কে জানান “তীব্র তাপদাহের কারণে ক্যাম্পাসের প্রতিটি প্রাণী (পাখি, কুকুর, বিড়াল) প্রচণ্ড পানির স্বল্পতা ও খাদ্যের অভাবে গাছের ছায়া, বাসের নিচে ও অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় তাদের জন্য স্বস্তির কারণ হতে পারে তিনি আরো বলেন আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো, রাস্তায় যাওয়া আসার সময় পাত্রগুলো খেয়াল রাখবেন এবং বাটিতে পানি না থাকলে একটু পানি দিয়ে যাবেন।”