কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে শিক্ষকদের নিয়ে ‘নির্বাচিত গুণগত গবেষণা পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল রুমে এ সেমিনারটি শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে এবং জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, মানুষের মনোভাব বুঝার জন্য গুণগত গবেষণার বিকল্প নেই। বর্তমানে মিক্স মেথড বেশ পরিচিত হচ্ছে। গুণগত গবেষণা বিশ্লেষণ করার তেমন সহজসাধ্য কাজ নয়। তাই আমাদের দূর্বলতা কাটিয়ে উঠে গুণগত বিশ্লেষণ উপর জোর দিতে হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, বর্তমানে গুণগত গবেষণার জন্য এআই অনেক এগিয়ে যাচ্ছে। গুণগত গবেষণা করে আমরা মানুষের ইমোশনাল বিষয়গুলো তুলে আনতে পারব। এজন্য এসব সেমিনার আমাদের জন্য গুরুত্ব অপরিসীম।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আইকিউএসিকে আমরা শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছি। সামনে যে শিক্ষকগুলো নিয়োগ করা হবে তারা সরাসরি ক্লাসে না গিয়ে প্রথম এক সপ্তাহ প্রশিক্ষণ করবে। তারপর নতুন শিক্ষকরা ক্লাসে যোগদান করতে পারবে।
প্রধান অতিথি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ডাটা কালকেশন বলেন আর যৌথ গবেষণা বলেন আমাদের রুট লেভেল বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির সম্পর্কটা আরো শক্তিশালী হোক। সেক্ষেত্রে ঢাবির শিক্ষক আর কুবির শিক্ষকরা মিলে একসঙ্গে গবেষণা করতে পারেন। আমরা একে অপরকে গবেষণা বিষয়ে সাহায্য করতে পারি, এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেক এগিয়ে যাবে। তাই আপনারা ব্যক্তিগত, প্রতিষ্ঠানগত, সম্পর্ক তৈরি করুন। টিকিয়ে থাকতে হলে আমাদের গবেষণার বিকল্প নেই।